রংপুরের ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় সইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৪১:১৬,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ঠাকুরগাঁও জেলার বিসিক মোড় এলাকায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ধিরেন চন্দ্র (৩৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। তার বাড়ি জেলার নেকমরদের সেনন্দুনা গ্রামে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ‘ওই ঘটনার পর চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়।