যে বিষয়ে বিজিবি-বিএসএফের বৈঠক
প্রকাশিত হয়েছে : ৬:০১:০৪,অপরাহ্ন ২৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। সম্মেলন চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।
এ সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে- সীমান্ত এলাকায় বাংলাদেশি নাগরিকদের গুলি বা আহত বা হত্যা করা; বাংলাদেশি নাগরিকদের অপহরণ বা আটকে রাখা, অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম, অস্ত্র ও গোলা-বারুদ পাচার; সীমান্তের অপরপ্রান্ত থেকে বাংলাদেশে ফেনসিডিল, অ্যালকোহল, গাজা, হিরোইন এবং ভায়াগ্রা বা সেনেগ্রা ট্যাবলেটসহ মাদক ও নেশা জাতীয় দ্রব্যের চোরাচালান বন্ধ; আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক নির্মাণ কাজ এবং উভয় দেশের সীমান্তে নদীর তীর সংরক্ষণ কাজে সহায়তা।
এছাড়া উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় নিয়েও সম্মেলনে আলোচনা হবে। আগামী ২৯ ডিসেম্বর আলোচনার যৌথ দলিল সাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। এর পরের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ ত্যাগ করবে।
এদিকে সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার বিএসএফ মহাপরিচালক শ্রী দেবেন্দ্র কুমার পাঠকের নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসে।
ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। বাংলাদেশের পক্ষে সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালকরা, বিজিবি সদর দপ্তর সংশ্লিষ্ট স্টাফ ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভে অব বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন।