যুদ্ধাপরাধী আজহারের মামলার রায় মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ৭:২১:২৮,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
আগামীকাল মঙ্গলবার মানবতাবিরোধী অভিযোগে আটক জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মামলার রায় ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি বেঞ্চ রাযের জন্য এ দিন নির্ধারণ করেন।
এর আগে আজহারের বিরুদ্ধে হত্যা, গণহত্যাসহ মানতাবিরোধী অপরাধে ৬টি অভিযোগের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে রায়ের জন্য আদালত মামলাটি সিএবি(অপেক্ষমাণ) রাখে।
উল্লেখ্য, মামলাটির রায়ের দিন নির্ধারণের জন্য সোমবার এজাহারের কার্যতালিকায় রাখা হয়েছিল।