নিউজ ডেস্ক:: লিবিয়া থেকে ১৫২ জনকে ফেরত এনেছে বাংলাদেশ সরকার। এদের মধ্যে ১০ জন ত্রিপোলিতে ড্রোন হামলায় গুরুতর আহত হন। অন্যদের ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সহযোগিতায় একটি চার্টার্ড ফ্লাইটে করে তাদের ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে তিন বাংলাদেশির মৃতদেহও এসেছে। বাংলাদেশ সরকারের আহ্বানে এই প্রথম চার্টার্ড ফ্লাইটে মৃতদেহ বহন করা হল।
দেশটিতে থাকা অন্য বাংলাদেশিদের মধ্যে যারা ফিরে আসতে চান তাদের সাক্ষাৎকার নিচ্ছে আইওএম। স্বাস্থ্য পরীক্ষার পর প্রবাসীদের পাঠিয়ে দেওয়া হবে। যুদ্ধের কারণে ত্রিপোলি বিমানবন্দর এখন স্থবির। তাই ফেরত পাঠাতে দেরি হচ্ছিল। এই বাংলাদেশিরা ফিরেছেন মিসরাতা বিমানবন্দর দিয়ে।
ইউরোপে যাওয়ার পথে গত ৩০ অক্টোবর ২০০ জনকে উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড। তাদের মধ্যে ১৭১ জন বাংলাদেশি ছিলেন।