যশোরে মাদক সেবনকারীসহ আটক তিন
প্রকাশিত হয়েছে : ৬:২৪:৫৭,অপরাহ্ন ২০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: যশোরে মাদক সেবনকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীররাতে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- শহরের চাচড়া ইসমাইল কলোনির বাবু মিয়ার ছেলে বাবলু ওরফে মোচওয়ালা বাবলু (৪০), বারান্দীপাড়া খালধার রোড এলাকার হানিফ আলীর ছেলে মহসিন (২০) ও শহরতলীর বিরামপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আনারুল (৩৫)।
যশোর সদর পুলিশ ফাঁড়ির শহর উপ-পরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম জানান, আটক বাবলু পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়েকটি মামলা রয়েছে। অন্য দু’জন মাদক সেবনকারী।