যবিপ্রবির শিক্ষার্থী হানিফের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৮:০০:৩৯,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শিক্ষার্থী আবু হানিফের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে সকাল ১১টায় পারিবারিক কবরস্থানে হানিফকে দাফন করা হয়।
ভোরে আবু হানিফের শতাধিক সহপাঠী ও যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ জাকিরুল ইসলাম তার মরদেহ গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানীতে নিয়ে আসেন। এসময় পুরো গ্রামে কান্নার রোল পড়ে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন তার মা হনুফা ও বাবা রফিক।
যশোর-চৌগাছা সড়কের পুলতাডাঙ্গা এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টায় ট্রাকচাপা পড়ে মারা যান আবু হানিফসহ (২৫) চারজন। নিহতরা শ্যালো ইঞ্জিনচালিত করিমনের যাত্রী ছিলেন।
যবিপ্রবির ভাইস চ্যান্সেলর আব্দুস সাত্তারের পিএ কামরুল হাসান বলেন, হানিফ ওই বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিজিএমসির পক্ষে অ্যাথলেট হিসেবে চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে অংশ নেওয়ার কথা ছিল তার।