মৎসভবন এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ১:৩৫:১৯,অপরাহ্ন ১০ মে ২০১৫
নিউজ ডেস্ক::
পহেলা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে যৌন নির্যাতনের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ঢাকা মহানগর পুলিশের কার্যালয় ঘেরাও করতে গেলে মৎসভবনের সামনে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
গত বৃহস্পতিবার ঘোষণা অনুযায়ী ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হবার পর রোববার দুপুর ১টার সময় মৎসভবনের কাছে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে যৌন নির্যাতনের প্রতিবাদকারী ছাত্র ইউনিয়ন কর্মীদের সংঘর্ষ বাধে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সাজোয়া যান ব্যবহার করে। লাঠিচার্জ করে ছাত্রদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ বেদম প্রহার করতে থাকে। ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। জলকামান ব্যবহার করে পুলিশ ২বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজন ছাত্রকে আটক করেছে। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন ছাত্র আহত হয়েছে। এসময় পুলিশ ছিল মারমুখী। একাধিক পুলিশকে ছাত্রদের ঘিরে ফেলে তাদের ওপর চড়াও হতে দেখা যায়।