মৌলভীবাজারে ৭ জুয়ারি আটক
প্রকাশিত হয়েছে : ৬:০৭:৫৫,অপরাহ্ন ০৪ জুন ২০১৫
মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জুয়ারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এদের আটক করা হয়।
আটক জুয়ারিরা হলেন- মোস্তাফিজুর রহমান (২৯), শাহাজান মিয়া (৩০), নুর হোসেন (৪০), কামাল হোসেন (৪২), জাবেদ মিয়া (৩৮), কাউছার আহমদ (২৭) ও আলামিন মিয়া (২৯)। তাদের বাড়ি মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম জানান, রাতে শহরের বিভিন্ন এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।