মৌলভীবাজারে ৪ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ৭:২৫:৪৪,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে মঙ্গলবার ভোরে ৪০ লিটার চোরাই মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- বাবুল মিয়া (৫৫), আলমাস মিয়া (৫০), হরিপদ ধর (৫২) ও দেলোয়ার শেখ (৩৫)। তারা একই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
রাজনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুন্নবী জানান, ওই চারজন দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। ভোরে মুন্সিবাজার এলাকায় মদ বিক্রি করছিলেন তারা। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪০ লিটার মদসহ তাদের আটক করে। আটক চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।