মৌলভীবাজারে ৪ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ১১:০৫:৫৪,অপরাহ্ন ০৯ মে ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারে ট্রাফিক পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় ৪ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমও আছেন। পুলিশ তাদের গ্রেপ্তার করে শুক্রবার কোর্টে চালান করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক ছাত্রলীগ কর্মী ব্যাটারিচালিত রিকশা নিয়ে মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রিকশাচালক ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করায় কর্তব্যরত টাফিক কনস্টেবল কৃষ্ণ তালুকদার (২৮) তাকে গালমন্দ করে শারীরিক নির্যাতন করে। রিকশাযাত্রী ছাত্রলীগ কর্মী এর পতিবাদ করলে তার সঙ্গেও টাফিক পুলিশের ওই সদস্য ও সহযোগী রইছ অশালীন আচরণ করে। পরে ছাত্রলীগ কর্মী এবং তার সহযোগীরা ট্রাফিক পুলিশের ওপর হামলা করে। এই সময় উভয় পক্ষের হাতাহাতিতে আহত হন ট্রাফিক কনস্টেবল কৃষ্ণ, রইছ, এক ছাত্রলীগ কর্মী ও রিকশাচালক।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মৌলভীবাজার কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করীম রেজা (২৭), ইয়াছিন মিয়া (২৫), আজিজুর রহমান (২৩) ও মোস্তাকিন মিয়া (২৪) কে আটক করে পুলিশ। শুক্রবার ট্রাফিক কনস্টেবল কৃষ্ণ তালুকদার বাদী হয়ে মামলা করে। মডেল থানা পুলিশ আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান করেন। মৌলভীবাজার মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।