মৌলভীবাজারে স্থানীয় সরকার সংলাপে বক্তারা : গ্রামপর্যায়ে তথ্যসেবা পৌঁছে দিতে হবে
প্রকাশিত হয়েছে : ১১:৪৬:২৬,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে ডিজিটাল সেন্টার স্থাপন বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের অন্যতম। “ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠায় ডিজিটাল সেন্টারগুলো অসামান্য ভূমিকা রেখে চলেছে। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে সরকারের ভিশন বাস্তবায়নের সকলকে একযোগে কাজ করতে হবে। সরকারের কাছে ইউনিয়ন উদ্যোক্তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উদ্যোক্তারা জবাবদিহিতা, সচেতনতা, জাগ্রতোবোধ করার জন্য গ্রামগঞ্জের মানুষের মাঝে পরিচিতি হওয়ার সুযোগ হয়েছে। বাংলাদেশ আজ পিছিয়ে নেই, বাংলাদেশের সুনাম বৃদ্ধি পেয়েছে।
রোববার দুপুর ১২টায় স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম, মৌলভীবাজার এর আয়োজনে ও ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর সহযোগিতায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উন্নয়নে ডিজিটাল সেন্টার বিষয়ক স্থানীয় সরকার সংলাপ অনুষ্ঠানে বক্তারা এসব কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এমএমসির সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক হাবিবুল আলম। আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, দেশ টিভি জেলা প্রতিনিধি সালেহ এলাহী কুটি, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদু রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ মো: সানোয়ার হোসেন, কমলগঞ্জের কাগজ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, মাসিক চা মজদুর সম্পাদক সীতা রাম বীন। উদোক্তার মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক এস এম এবাদুল হক, শমশেরনগর ইউনিয়নের উদ্যোক্তা প্রদীপ দাস প্রমুখ।