মৌলভীবাজারে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা
প্রকাশিত হয়েছে : ১০:০১:৩২,অপরাহ্ন ১৩ এপ্রিল ২০১৫
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে শিশু সন্তান লুৎফুর রহমান রিয়াদকে (এক মাস) শ্বাসরোধ করে হত্যা করেছে বাবা মশিউর রহমান রিপন। এ ঘটনায় মশিউর রহমান রিপনকে (৩৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার (১৩ এপ্রিল) ভোর পাঁচটার দিকে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের সাবিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম জানান, ভোরে মদ্যপ অবস্থায় মশিউর বাড়িতে ফিরলে এ নিয়ে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে মশিউর ক্ষিপ্ত হয়ে তার এক মাসের শিশু সন্তানকে গলাটিপে ধরেন। এতে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় ও মশিউরকে আটক করে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।