মৌলভীবাজারে শিবির কর্মী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:৩৪:২৭,অপরাহ্ন ২১ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় মো. মামুন মিয়া (২৬) নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে হাসনাবাদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
মামুন একই উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মো. আতিক উল্লার ছেলে।
জুড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফাত্তাহ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মামুনের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা ছাড়াও বাস পোড়ানোর মামলা রয়েছে।