মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:০২:৪৫,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজারে আবু বকর (৫০) নামে যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বালিকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজমা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিকান্দি গ্রামে অভিযান চালিয়ে আবু বকরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। আবু বকর ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজার আদেশপ্রাপ্ত আসামি ছিল।