মৌলভীবাজারে ব্যাংক কর্মকর্তার বাসায় ডাকাতি॥ ১২ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৩৮,অপরাহ্ন ৩০ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকার সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসাসহ দুই বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা দুই বাড়ি থেকে ১৮ ভরি সোনার গহনা, নগদ ৯১ হাজার ৫শ’ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ১২ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। সোমবার ভোর ৪টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার হেদায়েত উল ইসলাম খাঁন চৌধুরী জানান, ভোরে ৭/১০ জনের একদল ডাকাত জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা ১৩ ভরি সোনার গহনা, নগদ ৪১ হাজার ৫শ’ টাকা, পাঁচটি মোবাইল সেটসহ প্রায় সাত লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
তিনি আরো জানান, পরে তাকে বাসার নিচ তলায় বেঁধে রেখে ভাড়াটিয়া শানু মিয়া তরফদারকে ডেকে তোলেন। এ সময় তাদের বাসা থেকে পাঁচ ভরি সোনার গহনা, নগদ ৫০ হাজার টাকা ও চারটি মোবাইলসেটসহ প্রায় পাঁচ লাখ টাকার মালপত্র নিয়ে যায় ডাকাত দল।
মৌলভীবাজার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এসএসপি) মো. সিরাজুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।