মৌলভীবাজারে ডাকাতি, নগদ টাকাসহ মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:৪০,অপরাহ্ন ০৪ মার্চ ২০১৫
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোরে রাজনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ডা. রওশন আরা জামানের বাসায় ডাকাতির ঘটনাটি ঘটে।
ডা. রওশন আরা জামানের ছোট ভাই রাসেল আহমদ জানান, ভোরে ১০/১৫ জনের একদল ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে ১৪ ভরি স্বর্ণ, নগদ এক লাখ ৫০ হাজার টাকা, দু’টি মোবাইল সেটসহ প্রায় দশ লাখ টাকার মালপত্র লুট করে পালিয়ে যায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, আব্দুস ছালেক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।
এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।