মৌলভীবাজারে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৪৩,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: পুলিশ অ্যাসল্ট মামলায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাতে শহরের শমশেরনগর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামাল হোসেন সদর উপজেলার কামালপুর ইউনিয়নের বাড়ন্তি গ্রামের মৃত আব্দুল মন্নানে ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় গাড়ি ভাঙচুর ও নাশকতা মামলা রয়েছে।