মৌলভীবাজারে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৬:২৯:২২,অপরাহ্ন ২৪ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: মৌলভীবাজার সদর উপজেলার গোলাপগঞ্জ গ্রাম থেকে নন্দন ধর (৫৫) অবসরপ্রাপ্ত চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।নন্দন ধর আখাইলকুড়া ইউনিয়নের গোলাপগঞ্জ গ্রামের বাসিন্দা এবং উপজেলার ফতেপুর সাব সেন্টারের অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক। মঙ্গলবার সকাল ৯টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
নিহত নন্দন ধরের ভাগিনা অসিন ধর জানান, সকালে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম বলেন, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পরে জানা যাবে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।