মৌলবীবাজারে মনু নদী থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১:৫৬:৩৮,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক :: নিখোঁজের ১৯ ঘণ্টা পর মৌলভীবাজার শহরের মনু নদী থেকে ছায়ারানী নাগ (৬৫) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। বুধবার দুপুর ১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ছায়ারানী নাগ মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার মৃত পানেশ নাগের স্ত্রী।
ছায়ারানী নাগের ছেলে প্রদীব নাগ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার মা মনু নদীতে গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। পরে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা রাতে মনু নদীতে খোঁজাখুঁজি শুরু করে।
বুধবার সকালে সিলেট থেকে ডুবরি দল এসে নিখোঁজের ১৯ ঘণ্টা পর বুধবার দুপুরে মনু নদী থেকে তার মার (ছায়ারানী নাগ) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।