মোবাইলে কোন ব্রাউজার ভালো
প্রকাশিত হয়েছে : ৩:২০:২৬,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
তথ্যপ্রযুক্তি ডেস্ক::
মোবাইলে ওয়েব ব্রাউজার হিসেবে ওপেরা মিনির জনপ্রিয়তা প্রশ্নাতীত। স্লো ইন্টারনেট কানেকশন, কম ড্যাটা খরচ ও ওয়েবসাইট দ্রুত ডাউনলোড হওয়ার সুবিধার জন্যই মূলত সবাই এই ব্রাউজার পছন্দ করে।
কিন্তু এ ব্রাউজারের এমন কিছু সমস্যা আছে যা যারা ব্যবহার করেন তারা সম্ভবত ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। তার চেয়েও বড় সমস্যা হচ্ছে, এর নিরাপত্তা ব্যবস্থা বলতে কিছু নেই। আপনার অজান্তেই মোবাইল থেকে গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য যে কেউ চুরি করতে পারে।
অপেরা মিনির সমস্যাগুলো এক নজরে
১. প্রথমমত, যে সমস্যায় আপনি পড়বেন তা হলো- আধুনিক ডিজাইনের ওয়েবসাইটগুলো এ ব্রাউজারে চলে না। যেমন: আপনি অপেরা মিনি থেকে ফেসবুকে ঢুকলেই বুঝতে পারবেন। সাইটটি পুরোপুরি লোড হবে না। এছাড়া স্ক্রিপ্ট বেইজড (যেমন: java script) ওয়েবসাইট ব্রাউজ করতে চাইলে অপেরা মিনি আপনার কোনো কাজে আসবে না।
২. অপেরা মিনিতে কোনো স্ট্রিমিং সম্ভব না। একারণে এ ব্রাউজারে আপনি ইউটিউব দেখতে পাবেনই-না এমনকি অন্য ভিডিও বা অডিও শুনতেও পারবেন না।
৩. অপেরা মিনি ফিশিং ওয়েবসাইট ও হ্যাকিং পেজ শনাক্ত করতে পারে না। এ কারণে এর নিরাপত্তা বলে কিছু নেই। আপনার অজান্তেই মোবাইলের তথ্য চুরি হয়ে যাবে।
এসব সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে
অপেরা ব্রাউজার, অপেরা মোবাইল, গুগল ক্রোম, ফায়ারফক্স, সিএম ব্রাউজার, ডলফিন ব্রাউজার- এগুলোর মধ্যে কোনো একটি ব্যবহার করে দেখতে পারেন। এগুলো যেমন ফাস্ট তেমনি একাধিক ট্যাব খোলার সুবিধা আছে। আর এসবে নিরাপত্তা নিয়েও ভাবতে হবে না। ব্রাউজারগুলো গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাবেন।