মোগলাবাজারে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৭:৩১:০৬,অপরাহ্ন ১৯ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে এমরান হোসেন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী। সে গোয়াইনঘাট ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। সে গোয়াইনঘাট উপজেলার কুড়িকলা গ্রামের হবিবুল্লার ছেলে।
নিখোঁজ এমরান মোগলাবাজার থানার সিলাম তেলিপাড়া গ্রামে তার নানা বাড়ি থেকে সিলেট নগরীর একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তো। এ ঘটনায় মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ১৬ই মার্চ সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলে পরবর্তীতে আর বাড়ি যায়নি।