মে মাসে ‘দ্য স্টোরি অব সামারা’
প্রকাশিত হয়েছে : ৭:০৪:২৪,অপরাহ্ন ১৫ এপ্রিল ২০১৫
বিনোদন ডেস্ক :: বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘দ্য স্টোরি অব সামারা’। রিকিয়া মাসুদো পরিচালিত এই হরর ছবিটি আগামী মে মাসে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স প্রডাকশন।
ছবির পরিচালক রিকিয়া মাসুদো জানান, দেশের ইতিহাসে প্রথম হরর ও বিজ্ঞানকল্পধর্মী ছবি হিসেবে প্রদর্শন হবে ‘দ্য স্টোরি অব সামারা’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, পিয়া, ডন ও কাবিলসহ অনেকে। ছবির গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান ও পড়শী। আবহসংগীত করেছেন শওকত আলী ইমন।
ছবিটি ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়ে আবর্তিত। যেখানে অন্য গ্রহ থেকে আসা অশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। তার হাত থেকে বাঁচতে পৃথিবীর পাঁচ তরুণ মিলিত হয় তাদের পঞ্চশক্তি নিয়ে। মোকাবেলা করে অশুভ শক্তিকে।