মেয়েকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় বাবার চোখ উপড়ে নিল দুষ্কৃতিকারি
প্রকাশিত হয়েছে : ১:৪১:৩১,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক নিউজ: মেয়েকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় বাবার চোখ উপড়ে নিল দুষ্কৃতী। মর্মান্তিক এই ঘটনা ভারতের মালদার ইংরেজবাজারের। ঘটনার পর থেকেই গ্রামছাড়া অভিযুক্ত। চাপের মুখে অভিযোগ নিলেও, ছোট ঘটনা বলে দায় সেরেছেন জেলা পুলিশ সুপার। এলাকায় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষেন্দু নারায়ণ চৌধুরী কাঠগড়ায় তুলেছেন নির্যাতিতাকেই।
স্বামী কর্মসূত্রে থাকেন ঝাড়খণ্ডে। তাই দুই ছেলেমেয়েকে নিয়ে বাবার কাছে ইংরেজবাজার এলাকায় থাকেন বছর আটত্রিশের মহিলা। কিন্তু,কয়েকমাস ধরেই তাঁকে উত্যক্ত করছিল এলাকায় সমাজবিরোধী বলে পরিচিত রিন্টু শেখ। মাস ছয়েক আগে রিন্টু তাঁকে ধর্ষণেরও চেষ্টা করে বলে অভিযোগ। মে মাসের ন তারিখ ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। কোনও ব্যবস্থা না নিয়ে পুলিস বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয়।
বার কয়েক সালিশির পর সমস্যা মেটার বদলে রিন্টুর অত্যাচার আরও বাড়ে। দিন সাতেক আগে মহিলার বাড়ির সামনে অশ্লীল পোস্টার আটকে দেয় অভিযুক্ত। ফের ইংরেজবাজার থানায় ছুটে যান তাঁর বাবা। কিন্তু, এবার পুলিশ অভিযোগই নিতে চায়নি বলে অভিযোগ। অত্যাচার চরমে পৌছয় সোমবার রাতে। মহিলার বাড়িতে চড়াও হয় রিন্টু।
গুরুতর আহত অবস্থায় নির্যাতিতার বাবাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাপের মুখে নিগৃহীতার লিখিত অভিযোগ নিলেও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ পুলিস। ছোট ঘটনা বলেই দায় সেরেছেন জেলা পুলিশ সুপার। এলাকার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী কৃষেন্দু নারায়ণ চৌধুরীর কাঠগড়ায় তুলেছেন নির্যাতিতাকেই। ঘটনার পর থেকেই গ্রামছাড়া রিন্টু শেখ। চরম আতঙ্কে ভুগছেন এলাকার মানুষ।