‘মুজাহিদের ‘মৃত্যুদণ্ড’ আশা করছি’
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:৪৭,অপরাহ্ন ১৫ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের চুড়ান্ত রায়ে ‘মৃত্যুদণ্ড’ আশা করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত আলী আহসান মুহাম্মাদ মুজাহিদের আপিলের চুড়ান্ত রায় ঘোষণা করা হবে, এ মামলায় তিনি মুজাহেদর চরম দণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড আশা করেছেন। সোমবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ রায় আশা করেন।
তিনি বলেন, বুদ্ধিজীবী হত্যার ব্যথা দীর্ঘ্য ৪৫ বছর ধরে বয়ে আসছি। এখানে যদি চরম দণ্ড না হয়, তাহলে তাদের আত্মা শান্তি পাবে না। তার বিরুদ্ধে আমরা অভিযোগ প্রমাণ করতে সমর্থ হয়েছি বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, পূর্ণাঙ্গ রায় হলে খুশি হবো। আর সংক্ষিপ্ত হলে আশা করবো অল্প কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ রায় পাবো।
এদিকে মুজাহিদের আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ‘আমরা আদালতে মুজাহিদ সাবেরে পক্ষে যে যুক্তি উপস্থাপন করেছি সেগুলো বিবেচনায় নিয়ে আপিল বিভাগ মুজাহিদ সাহেবকে বেকসুর খালাস দিবেন’।