মিশরে মুরসিপন্থি প্রথম ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
প্রকাশিত হয়েছে : ১১:২১:১৫,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
মিশরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি’র সমর্থক এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির পক্ষে ‘সহিংসতা’র অপরাধে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ (শনিবার) স্থানীয় সময় সকাল ৭টায় মাহমুদ রমাদানকে ফাঁসি দেয়া হয়। ২০১৩ সালের জুলাই মাসে সেনা অভ্যুত্থানে ইসলামপন্থি প্রেসিডেন্ট মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর রমাদান ‘ব্যাপক সহিংসতায়’ জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ আনা হয়। এ পর্যন্ত গণবিচারে মুরসির শত শত সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে মিশরের আদালত যাকে জাতিসংঘ ‘সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন’ বলে উল্লেখ করেছে।-রেতে।