মির্জা ফখরুল কাশিমপুর কারাগারে
প্রকাশিত হয়েছে : ১১:২৮:০০,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে মির্জা ফখরুলকে বহনকারী গাড়ি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুর হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়েছে বলে তার একান্ত সহকারী ইউনুস আলী জানান।
গত ৪ জানুয়ারি রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে একটি গাড়িতে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ফখরুলকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
এরপর বুধবার বিকেলে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ কার্যদিবসের মধ্যে জেলগেটে তাকে জিজ্ঞাসাবাদেরও আদেশ দেন আদালত।