মিরপুরে পেট্রোল বোমায় একই পরিবারের ৩জন দগ্ধ
প্রকাশিত হয়েছে : ৩:২৮:২২,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
এবার রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি চলন্ত সিএনজি অটোরিকশায় পেট্রোল বোমা মারা হয়েছে। এতে ঘটনাস্থলে একই পরিবারের ৩ জন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা হলেন, শামসুন্নাহার বেগম (৫০), তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র তানজিমুল হক (২২) এবং মেয়ে হাতিয়া কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী আনিকা (১৮)। আজ রবিবার রাত সাড়ে ৭ টার দিকে কাজীপাড়ায় সিএনজি অটোরিকশাকে লক্ষ্য করে পেট্রোল বোমা হোমলা চালায় দুষ্কৃতকারীরা। জানা যায়, তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে। আনিকার চিকিৎসার জন্য তারা ঢাকায় এসেছিলেন। উঠেছিলেন মিরপুর ৭ নম্বরে অবস্থিত তাদের মামা সারোয়ার হোসেনের বাড়িতে।
প্রসঙ্গত ২০ দলীয় জোটের ডাকা আগামী সোমবারের হরতাল সামনে রাজধানীতে বিভিন্ন স্থানে শুরু হয়েছে বিক্ষিপ্ত নাশকতা। ইতোমধ্যেই পল্টনে বাসে আগুন লাগানোর পাশাপাশি, টিএসসি মোড়ে নিক্ষিপ্ত ককটেলে আহত হয়েছেন এক রিকশাচালক। শনিবার গাজীপুরে সমাবেশ করতে না পেরে ওই দিন বিকেলেই ২০ দলীয় জোটের পক্ষে সোমবার হরতাল ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঢাকা মেডিক্যাল কলেজের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতদের মধ্যে তানজিমুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বার্ণ ইউনিটের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামান জানান, তানজিমুলের ১০ শতাংশ ও তার মায়ের শরীরের ৯ শতাংশ পুড়ে গেছে। তবে ইনহেলিশন বার্ন থাকার কারণে তাদের অবস্থা আশঙ্কাজনক।