প্রবাস ডেস্ক:: মালয়েশিয়ায় এক অভিযান পরিচালনা করে ২৪ বাংলাদেশিসহ ৪৪ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গত রবিবার সকালে সেলাঙ্গর প্রদেশের সুঙ্গাইবুলুর সবজি বাগান ও পাম বাগানে অভিযান পরিচালনা করে অভিবাসন বিভাগ।
ইমিগ্রেশন, পুলিশ ও রেলার ১৬০ জনের নেতৃত্বে পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিভিন্ন দেশের দেড় শতাধিক অভিবাসীকে আটক করা হয়। ঘুমের মধ্যে এই অভিযান পরিচালিত হওয়ায় অনেকেই পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
পরে আটককৃতদের তথ্য যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার করা হয় বাংলাদেশের ২৪, ইন্দোনেশিয়ার ১৯, মিয়ানমারের ৪ এবং নেপালের একজনকে। সেলাঙ্গর ইমিগ্রেশন প্রধান মোহাম্মদ শুকরি জানান, সুঙ্গাই বুলুর পুসাট কাওয়ালান কুসতা নেগারা এবং কাওয়াছান সবজি বুকিত বুরুনতিংয়ের বিভিন্ন দেশের অভিবাসীরা অবৈধভাবে অবস্থান করছে এমন খবরে ভোর রাতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করে সেলাঙ্গার ইমিগ্রেশনে রাখা হয়েছে।