মালদ্বীপে সন্ত্রাসী হামলায় দুই বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ২:১৯:২৭,অপরাহ্ন ২৫ মার্চ ২০১৫
প্রবাস ডেস্ক :: মালদ্বীপে সন্ত্রাসীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো এক বাংলাদেশি নাগরিক।
বুধবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয় পুলিশ তাদের লাশ উদ্ধার করে তাদের পরিচয় নিশ্চিত হয়েছেন।
নিহতদের একজনের নাম শাহীন (৩৮) এবং অপর জন হলেন বেল্লাল (২৭)।
এদিকে জজ মিয়া নামে মালদ্বীপ প্রবাসী এক বাংলাদেশি জানান, তিনি অন্তত তিন বাংলাদেশির নিহতের খবর জানতে পেরেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
তিনি বলেন, ‘এতে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকে বাসার বাইরে যাচ্ছেন না। সবাই আশা করছেন, বাংলাদেশ হাইকমিশন দ্রুত ব্যবস্থা নেবে।’