মালদ্বীপে লিফট দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ৮:১১:৫৪,অপরাহ্ন ১০ মার্চ ২০১৫
প্রবাস ডেস্ক : মালদ্বীপে লিফট দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেলে সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মো. ছারওয়ার হোসেনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম ইয়ারপুর গ্রামে। তার মা ছবুরা খাতুন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, তিনমাস আগে মালদ্বীপে যায়। সেখানে একটি কোম্পানিতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজে যোগ দেয়। গত সোমবার বিকেলে কাজ করার সময় মালামাল উত্তোলন করা লিফটের তার ছিঁড়ে ছারওয়ারের শরীরের ওপর পড়ে। এতে তার মাথা থেতলে যায়। তার পাসপোর্ট নম্বর bc0443904.
ছারওয়ার মা ছবুরা খাতুন জানান, চার মাস আগে ছেলে বিয়ে করে। তার লাশ বৃহস্পতিবার বাংলাদেশে আসতে পারে।