মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট নাশিদ গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৬:৪৭:২৯,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে পুলিশ গতকাল গ্রেফতার করেছে। তিন বছর আগে প্রেসিডেন্ট থাকাকালে এক বিচারককে অবৈধভাবে আটক করার অভিযোগে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নাশিদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নাশিদ ২০০৮ সালে মালদ্বীপের ক্ষমতায় আসেন এবং চার বছর পর পুলিশ ও সামরিক বিদ্রোহের মুখে পদত্যাগ করেন।
২০১২ সালের জানুয়ারিতে নাশিদ আদালতের প্রধান বিচারক আবদুল্লাহ মোহাম্মদকে গ্রেফতারের আদেশ দেন।
এই একই মামলায় গ্রেফতার এড়াতে নাশিদ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মালেতে ভারতীয় হাইকমিশনে আশ্রয় নিয়েছিলেন।
নাশিদ ২০১৩ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিন দশক ধরে মালদ্বীপের শাসন ক্ষমতায় থাকা মামুন আবদুল গাইয়ুমের সৎ ভাইয়ের কাছে হেরে যান। সূত্র: গার্ডিয়ান।