মার্কিন যুদ্ধজাহাজ শনাক্ত করে হুঁশিয়ার ইরানের
প্রকাশিত হয়েছে : ২:৪২:১৮,অপরাহ্ন ০৫ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ইয়েমেনের এডেন উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ও গোয়েন্দা বিমানের উপস্থিতি শনাক্ত করে সেগুলোকে হুঁশিয়ার করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
সোমবার এডেন উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস উইনস্টোন চার্চিল এবং দুটি ইউএসপি-থ্রি সি ওরিয়ন গোয়েন্দা বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়। সেগুলো ইরানি ৩৪তম নৌবহরের দিকে এগিয়ে গেলে ইরানের ড্রেস্ট্রয়ার আলবুর্জ-৭২ থেকে হুঁশিয়ার করে দেয়া হয়েছে। এরপর মার্কিন যুদ্ধজাহাজ ও গোয়েন্দা বিমানগুলো রুট পরিবর্তন করে অন্যদিকে চলে যায়।
আলবুর্জ ডেস্ট্রয়ারের ক্যাপ্টেন মোস্তফা তাজউদ্দিন বলেন, ইরানের স্বার্থে হুমকি সৃষ্টি করতে পারে এমন যেকোনো জাহাজকে পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব। তিনি জানান, আন্তর্জাতিক আইন মেনেই গভীর সাগরে ইরান তার নৌবহরের উপস্থিতি বজায় রেখেছে। বর্তমানে ইরানের ৩৪তম নৌবহন এডেন উপসাগরের বাব আল-মান্দেব প্রণালীতে অবস্থান করছে। সূত্র:-রেতে