নিউজ ডেস্ক:: সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় সিলেটের অভিজাত এলাকা উপশহর পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানি জমে উঠে রাস্তাঘাট ডুবে যায়, তলিয়ে যায় বাসা-বাড়ি, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান। তাই উপশহরের সবকটি স্কুল বন্ধ রাখা হয়েছে।
গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এবারও মারাত্মক জলাবদ্ধতার শিকার হয়েছেন উপশহরবাসী। বৃষ্টির পানি জমে শুক্রবার রাতেই উপশহরের মূল সড়ক তলিয়ে যায়। আবাসিক এলাকাটির ১০টি ব্লকের মধ্যে দুটি ব্লকের ৬টি রোডের তিনশতাধিক বাসার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি উঠায় অনেক বাসায় বন্ধ হয়ে গেছে রান্নাবান্নাসহ গৃহস্থালির সকল কাজ। জরুরি প্রয়োজনেও বের হতে পারছেন না বাসার নারী, শিশু ও বয়স্ক সদস্যরা। উপশহর সি ব্লকের ৪১ নম্বর রোডের বাসিন্দা শাকিল জামান জানান, শুক্রবার রাত থেকে তার বাসার গ্যারেজ পর্যন্ত পানি উঠেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জরুরি কাজেও তিনি সারাদিন বাসা থেকে বের হতে পারেননি।
ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম জানান, পানি বেশী বৃদ্ধি পাওয়ায় উপশহরের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান ও বিশুদ্ধ খাবার খাওয়ার অনুরোধ করেন তিনি।