মানুষের পেটে ডিম!
প্রকাশিত হয়েছে : ৮:৫৮:০৬,অপরাহ্ন ০৫ এপ্রিল ২০১৫
চিত্র-বিচিত্র ডেস্ক::
হাঁস-মুরগিসহ বিভিন্ন পাখি ও কিছু সরীসৃপ প্রজাতিকে এতদিন ডিম পাড়তে শুনেছেন। কেউ কেউ অাবার অাকাশ কুসুম কল্পনায় ঘোড়ার ডিমের কথাও বলে থাকেন। কিন্তু স্তন্যপায়ী মানুষ কখনও ডিম পাড়তে পারে এ কথা নিশ্চই কেউ বিশ্বাস করতে চাইবেন না। হ্যাঁ মার্কিন চিকিৎসকরাও তা বিশ্বাস করতে চাননি। কিন্তু তাদের চোখের সামনেই ওয়াশিংটন ডিসির এক হাসপাতালে এক বৃদ্ধের পেট কেটে বের করা হয়েছে বিশাল অাকারের ডিম!
জানা যায়, ওই ৬২ বছর বয়সী বৃদ্ধ প্রায় ২০ বছর ধরেই মুত্রনালীর সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তার পেট স্ক্যান করে বিশাল অাকারের ডিম্বাকৃতি একটি গোলাকার বস্তুর সন্ধান পান চিকিৎসকরা। যা অনেকটা অাকারে একটি রাজহাঁসের ডিমের সমান। সঙ্গে সঙ্গেই চিকিৎসকরা তাকে অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন।
এরপর অস্ত্রপচার করে ওই বৃদ্ধের পেট থেকে বের করা হয় প্রায় অাধ পাউন্ড ওজনের সাড়ে তিন ইঞ্চি লম্বা একটি ডিম্বাকৃতি বস্তু। যা দেখতে হুবহু একটি সেদ্ধ করা ডিমের মতো।
অবশ্য চিকিৎসকরা বলছেন, সেদ্ধ ডিমের মতো দেখতে জিনিসটি অাসলে চর্বি জাতীয় বস্তু। ছোট কালেই হয়তো কোনও ভাবে শরীর থেকে চর্বির এই পিণ্ডটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর যত বয়স বেড়েছে তার ওপর ক্যালসিয়ামের অাস্তরণ পড়ে এটি অাজকের অবস্থায় রূপ নিয়েছে।
ঘটনাটি প্রসঙ্গে নিউ ইংল্যান্ড জার্নালে ওয়াশিংটন ডিসি হাসপাতালের চিকিৎসক রাচেল সুসমান বলেন, পেটের মধ্যে এ ধরনের ডিম সাদৃশ মাংসল পিণ্ডের উপস্থিতি নতুন কিছু নয়। তবে এমন বিশাল অাকারের চর্বির গোলাকার অাস্তর খুবই বিরল। অন্তত তারা কখনও অাগে দেখেননি। ঝিনুকের মধ্যে ছোট মুক্তা যেমন থাকে এটিও অনেকটা তেমনই। এ ধরনের জিনিস ছোট অবস্থায় থাকলে তেমন শারীরিক অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু এমন বড় হয়ে উঠলেই ঝামেলা। এতে মূত্রথলিতে চাপ পড়ার ফলে ঘন ঘন প্রস্রাব পায়। কিন্তু অাবার প্রস্রাব করতে গেলে তা অাটকে যায়। অামরা ওই অস্ত্রোপচার করে ওই বৃদ্ধের পেট থেকে বিশালাকৃতির পিণ্ডটি ফেলে দিয়েছি। তিনি এখন সুস্থ অাছেন।
সূত্র: ডেইলি মেইল