মানুষের নিরাপত্তা হুমকির সম্মুক্ষীণ
প্রকাশিত হয়েছে : ১১:২৮:২৪,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বিরোধী দলের নেতা-কর্মীরাই নয় দেশের সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তাও আজ চরম হুমকির সম্মুক্ষীণ বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালী উপজেলার চরমমতাজ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ওলিউল ইসলামকে আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি ঘটেছে যে, তাতে কেবল বিরোধী দলের নেতা-কর্মীরাই নয় দেশের সাধারণ মানুষের নিরাপদ জীবন-যাপনের নুন্যতম গ্যারান্টিটুকুও শাসকগোষ্ঠী দিতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ওলিউল ইসলামের ওপর হামলা এবং তাকে কুপিয়ে মারাত্মক আহত করাই প্রমাণ করে, দেশে এখন চরম নৈরাজ্য বিরাজ করছে। বর্তমান সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করা ও বেআইনী অস্ত্র দিয়ে যুবলীগ-ছাত্রলীগকে পোষণ করার কারণেই মানুষের জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে ওলিউল ইসলামের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং গুুরুতর আহত ওলিউল ইসলামের আশু সুস্থতা কামনা করেন।