মানব পাচারের গল্পে মোশাররফ-নিপুণ
প্রকাশিত হয়েছে : ১০:১৪:৩৯,অপরাহ্ন ০১ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: এবার মানব পাচারের গল্পে দেখা যাবে দেশের জনপ্রিয় অভিনেতা- ও অভিনেত্রী মোশাররফ করিম এবং নিপুণকে।
আবারো নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন তৌকির আহমেদ। আর মানব পাচারের গল্প নিয়ে আবর্তিত ছবিতে অভিনয় করবেন মোশাররফ করিম ও নিপুণ। ‘জয়যাত্রা, ‘রূপকথার গল্প’ এবং ‘দারুচিনি দ্বীপ’ নির্মাণের আটবছর পর নির্মাণ করছেন এই নতুন ছবিটি।
এ মাসের মাঝামাঝি থেকে শুটিং শুরু হবে তৌকির আহমেদের নতুন ছবি ‘অজ্ঞাতনামা’র।
এতে নিপুণকে পাচার হওয়া একটি মেয়ের চরিত্রে দেখা যাবে আর মোশাররফ অভিনয় করবেন পুলিশের চরিত্রে। আর দালাল চরিত্রে অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম। এ ছাড়াও থাকছেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ।
এ মাসের মাঝামাঝিতে রাজবাড়ীর পাংশায় ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ছবিটির গল্প চিত্রনাট্য রচনা ও পরিচালনা করবেন তৌকির নিজেই।