মাদার তেরেসা স্বর্ণপদক পেলেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা
প্রকাশিত হয়েছে : ২:১৬:০৩,অপরাহ্ন ২৯ সেপ্টেম্বর ২০১৯
নিউজ ডেস্ক:: আইন শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গুণীজন হিসেবে মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৯ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা।
এ উপলক্ষ্যে গোধুলী সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে শুক্রবার বিকাল সাড়ে ৫টায় রাজধানী ঢাকার সেগুনবাগিচার একটি অভিজাত রেস্টুরেন্টে ‘উন্নয়ন ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোধুলী সাংস্কৃতিক একাডেমীর সভাপতি ডা. মানিক লাল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষা সৈনিক মো. রেজাউল করিম। প্রধান আলোচক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। আলোচনা সভা শেষে গুণীজনদের মধ্যে মাদার তেরেসা স্বর্ণপদক-২০১৯ প্রদান করেন অতিথিরা।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা বলেন, ‘ধন্যবাদ গোধুলী সাংস্কৃতিক একাডেমীকে আমাকে মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত করার জন্য। আমি এভাবেই মানব কল্যাণে কাজ করে যাব।’