মাঠে নামার চেষ্টা করবেন না: ১৪ দল
প্রকাশিত হয়েছে : ১:১১:৩১,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: ৫ জানুয়ারি রাজধানীতে প্রতিটি সংসদীয় আসনে সমাবেশের ঘোষণা দিয়ে বিএনপিকে রাজপথে না নামতে হুঁশিয়ার করে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
আজ শনিবার আগামী ৫ জানুয়ারির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘কোনো নাশকতা করবেন না, মাঠে নামার চেষ্টা করবেন না।’
এদিকে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সারাদেশে সমাবেশ-কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
অন্যদিকে আওয়ামী লীগ সেদিন ‘গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস’ হিসেবে পালন করে রাজপথে থাকার ঘোষণা দেওয়ায় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
১৪ দলের সভা শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ৫ জানুয়ারি ঢাকার ১৬টি সংসদীয় এলাকায় নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে গণতন্ত্রের বিজয় উৎসব করবে ১৪ দলের নেতাকর্মীরা।
আজকালের মধ্যে আলোচনা করে বিস্তারিত কর্মসূচি ঠিক করা হবে বলেও জানান তিনি।