মধুবন মার্কেটের সামনে ফুট ওভারব্রীজ চান না ব্যবসায়ীরা
প্রকাশিত হয়েছে : ৬:৪১:৩৭,অপরাহ্ন ১৭ মে ২০১৫
নিউজ ডেস্ক :: নগরীর বন্দরবাজারস্থ মধুবন মার্কেটের সম্মুখে ফুট ওভার ব্রীজ নির্মাণের প্রতিবাদে মার্কেটের সম্মুখে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে মার্কেটের সম্মুখে ফুট ওভারব্রীজ নির্মাণ বন্ধের জন্য সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মধুবন মার্কেট মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তুরণ মিয়ার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক মো: অলিদ উদ্দিন খান ও মনজুর আহমদ, খালিকুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আহমদুর রব, সহ-কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, মো: সামছুল আলম, মো: নূরুল মুত্তাকিন ও মখসুদুল মজিদ, রিয়াদুল হাসান রুহেল, রিপন চন্দ্র দে, কাজী দিলাল আহমদ ও মোহাম্মদ হারুন আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সকল প্রকার উন্নয়ন কাজে মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতি সহযোগিতা করতে আগ্রহী। কিন্তু কোর্ট পয়েন্টে এ ফুট ওভার ব্রীজ নির্মাণের বিষয়ে ব্যবসায়ীদের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। ফুট ওভার ব্রীজ নির্মিত হলে মধুবন সুপার মার্কেটে ক্রেতা সাধারণ প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। এতে করে মার্কেটের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবার আশংকা রয়েছে। এ মার্কেটে প্রায় ৩’শটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এইসব প্রতিষ্ঠানের সাথে কয়েক হাজার মানুষের জীবন জীবিকা নির্ভর করছে। মার্কেটটি বন্ধ হলে এসব মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখিন হবেন। ইতোমধ্যে এ নির্মাণ কাজের ফলে মার্কেটের সামনের ড্রেনটি বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি ব্রীজটি নির্মিত হলে কোর্ট পয়েন্টের স্বাভাবিক সৌন্দর্য হারাবে। কালেক্টরেট মসজিদে মুসল্লীদের আসা যাওয়ায় ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এতে করে কোর্ট পয়েন্টে যানজট সৃষ্টি হতে পারে। এখানে ফুট ওভার ব্রীজটি নির্মাণের বিষয়টি পুনঃবিবেচনার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।