মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায় ও বরণ অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:০৪,অপরাহ্ন ২৯ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলামের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম ফারহানা ইসলামের বরণ অনুষ্ঠান রবিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদারের সভাপতিত্বে ও সাপ্তাহিক দিবাকণ্ঠ পত্রিকার সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম ফারহানা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রধান, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোটারিয়ান ডা. একেএম মাহবুবুর রহমান, মতলব পৌরসভার মেয়র এনামুল হক বাদল, কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শহীদ উল্লাহ ছায়েদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বিথী, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল ও মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তারা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নবাগত অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।