ভোলাগঞ্জে প্রায় ৩ কোটি টাকার বোমা মেশিন বিকল করেছে ট্রান্সফোর্স টিম
প্রকাশিত হয়েছে : ২:২৪:১৯,অপরাহ্ন ০৭ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক: শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে অভিযান চালায় ট্রান্সফোর্সটিম। এতে প্রায় ৩ কোটি টাকার বোমা মেশিন (পাথর উত্তোলন যন্ত্র) সহ পাইপ ও ড্রামসহ অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়। যার মধ্যে রয়েছে ১৪টি বোমা মেশিন, মূল্য অনুমান ২ কোটি ৮০ লক্ষ টাকা। একটি পাইপ ১ লক্ষ টাকা ও ৩টি ড্রাম ৯ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রোকন উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর পারভেজ আহমদ, কোম্পানীগঞ্জ থানা এস আই আবুল কালাম আজাদ, আর এন বি, সি আই সাইদুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার সদস্যবৃন্দ। অভিযান শেষে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ রোকন উদ্দিন জানান দীর্ঘদিন যাবৎ একটি মহল অবৈধভাবে বোমা মেশিন দ্বারা পাথর উত্তোলন করে আসছিল এবং এই বোমা মেশিন হাই কোর্টের নির্দেশ অমান্য করে পরিবেশ ধ্বংস করে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে পূর্বঘোষিত মাইকিং করে বোমা মেশিন উঠিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হলে অনেক মেশিন নিয়ে যায়। কিন্তু একটি মহল গায়ের জোরে বোমা মেশিন চালানো অব্যাহত রাখায় আমরা এই ট্রান্সফোর্স টিম নিয়ে উক্ত অভিযান শুরু করি এবং এই অভিযান অব্যাহত থাকবে।