আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার। গোটা ভারত জুড়ে চলছে ভোটের উন্মাদনা। রাজনৈতিক নেতারাও ভোটের প্রচারণায় ছুটছেন এক রাজ্য থেকে আরেক রাজ্যে। কিন্তু ভোটের এই তপ্ত মাঠেও পুরোপুরি নিরুত্তাপ হয়ে আছে গুজরাটের একটি গ্রাম। রাজনৈতিক প্রচারণার বিরুদ্ধে সেখানে রয়েছে নিষেধাষ্ণাও।
জানা গেছে, গুজরাটের রাজসামধিয়াল গ্রামের বাসিন্দারা স্থানীয় গ্রাম উন্নয়ন কমিটি কর্তৃক গঠিত নিয়ম ও বিধি দ্বারা আবদ্ধ। কেউ যদি নিয়ম ভঙ্গ করে তাহলেই তাকে জরিমানা করা হয়। এবার এই কমিটি ঠিক করেছে, গ্রামে কোনও নির্বাচনী প্রচারণা চালানো যাবে না।তবে চলমান লোকসভা নির্বাচনে কেউ ভোট না দিলে তাকে জরিমানা দিতে হবে।
গ্রাম কমিটির প্রধান অশোক ভাই ভাগেরা বলেন, ‘এখানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে কারণ এতে গ্রামের পরিবেশ নষ্ট হতে পারে’। তার মতে, নির্বাচনী প্রচারণা চালালে গ্রামের লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে পড়বে। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোও এই সমস্যা বুঝে আমাদের সিদ্ধান্তকে সমর্থন করছে’।
অশোক আরও বলেন, ‘নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকলেও ভোটে যাতে গ্রামের মানুষের সর্বোচ্চ অংশগ্রহণ থাকে এজন্য ভোট না দিলে ভোটারদের ৫১ রুপি জরিমানার উদ্যোগ নেওয়া হয়েছে।’ গ্রাম প্রধান জানান, তাদের চেষ্টা থাকবে শতকরা ১০০ ভাগ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা। কিন্তু অনেক ভোটার মারা গিয়েছেন, অনেক নারী ভোটার বিয়ে হওয়ায় শ্বশুড় বাড়ী চলে গেছেন। তারপরও তাদের নাম ভোটার তালিকায় আছে। এ কারণে শতভাগ না হলেও তারা ৯৫ থেকে ৯৬ শতাংশ ভোটারের অংশগ্রহণ আশা করছেন।
জানা গেছে, গুজরাটের এই গ্রামটিতে ইন্টারনেট, সিসিটিভি ক্যামেরা, আধুনিক ক্রিকেট খেলার মাঠসহ জীবনযাপনের জন্য সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা আছে। আগামী ২৩ এপ্রিল এই গ্রামসহ ২৬ টি আসনে লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।সব ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে ২৩ মে।
সূত্র: এনডিটিভি