ভোট চাইতে গিয়ে বাধার সম্মুখীন আব্বাসের স্ত্রী
প্রকাশিত হয়েছে : ৩:০৩:১২,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আমার স্বামী মির্জা আব্বাসের জন্য আমরা ভোট চাইতে গিয়ে বিভিন্ন ভাবে বাধা বিপত্তির সস্মুখিন হচ্ছি।’ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চিকিৎসক-কর্মকর্তা-কর্মজীবী সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ডক্টর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সমাবেশের আয়োজন করে।
তিনি বলেন, ‘আমরা যেখানে ভোট চাইতে যাই সেখান থেকে আমাদের লোকজনকে পিছন থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।’ তিনি আরও বলেন, ‘জনগনের রায় আমাদের পক্ষে ১০০% আছে। শুধু মাত্র আমাদেরকে সঠিক ভাবে ভোট চাইতে দিলেই আমাদের বিজয় নিশ্চিত।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড.জাফরুল্লাহ চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, আয়োজক সংগঠনের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন,যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।