ভূমিকম্পের ৯ দিন পর শতবর্ষী বৃদ্ধ জীবিত উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৬:০২:৪০,অপরাহ্ন ০৪ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: নেপালে ভূমিকম্পের ৯ দিন পর ১০১ বছর বয়সী এক বৃদ্ধকে ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। নোয়াকোট জেলার পুলিশ কর্মকর্তা অরুন কুমার সিং বলেছেন, ফুনচু তামাং নামের ওই বৃদ্ধকে গতকাল উদ্ধারের পর জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি হাতে ও পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে। নোয়াকোট জেলা রাজধানী কাঠমাণ্ডু থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে নেপালে আজ সোমবার সকাল থেকে আবারও তিন দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, দ্বিতীয়টি ৪ দশমিক ৩ ও তৃতীয়টি ৪ দশমিক ৫। এগুলো বড় মাত্রার কোনো ভূমিকম্প না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
২৫ এপ্রিলের ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের পর মানুষজন ভয়ে ঘরে ফিরছেন না। তাবু গেড়ে খোলা আকাশের নিচেই বসবাস করছেন। পরপর তিনটি ভূমিকম্প ছোটো মাত্রার হলেও নেপালবাসীর মনে ভয়ের সৃষ্টি করেছে।
এদিকে বিধ্বস্ত নেপালে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০০ হাজার। নেপালের বিমানবন্দরে বড় কোনো প্লেন অবতরণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।