ভারত প্রেমে অন্ধ জয়া আহসান!
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:৩৩,অপরাহ্ন ২৩ মার্চ ২০১৫
বিনোদন ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যখন বাংলাদেশি সেলিব্রেটিরা ভারতের সমালোচনায় মুখর তখন জয়া জানালেন বিশ্বকাপে ভারতই তার প্রিয়। তার এমন বক্তব্যে বিস্মিত হয়ে পড়েছে তার ভক্তরা।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় জয়া আহসান তার ভারতপ্রীতির কথা জানান। খবরটি দেশীয় সংবাদ মাধ্যমগুলো প্রচার করলে সর্বত্র সমালোচনার ঝড় ওঠে। শুরু হয় ফেসবুক-তোলপাড়।
সম্প্রতি জয়া আহসান দেশিয় চলচ্চিত্রের পাশাপাশি ভারতের অঙ্গরাজ্য কলকাতায় সেখানকার বেশ কিছু চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সমালোচনা উঠেছে ভারতীয় সংবাদ মাধ্যম ও সেখানকার চলচ্চিত্র দর্শকদের খুশি করতেই জয়া ভারত দলকে সমর্থন জানিয়েছেন।
জানা যায়, কলকাতায় বসেই নক আউট পর্বে বাংলাদেশ-ভারত ম্যাচটি উপভোগ করেন জয়া। ম্যাচের দিনই ঢাকা থেকে কলকাতায় যান জয়া। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচটি দেখতে যাবেন তিনি। আর তাই ঢাকায় ফিরেছিলেন ভিসা সংক্রান্ত কাজ সারতে। ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে তিনি জানান, ফাইনালে ভারতকেই সমর্থন করছেন তিনি। এ প্রসঙ্গে জয়া বলেন, ‘ফাইনালের টিকিট কাটা হয়ে গেছে আর আমি এখন ভিসার অপেক্ষায়।”