ভারতে বন্দুকযুদ্ধে ১২ মাওবাদী নিহত
প্রকাশিত হয়েছে : ১২:৩৬:১৪,অপরাহ্ন ০৯ জুন ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ জন সিপিআই (মাওবাদী) সদস্য নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে এঘটনা ঘটে। পুলিশ জানায় পালামৌয়ের বাকোরিয়াতে দু’ঘণ্টা ধরে এই বন্দুকযুদ্ধ চলে।
ঘটনাস্থল থেকে ২শত রাউন্ডগুলি ও আটটি অস্ত্র উদ্ধার করা হয়। এলাকায় চিরুন্নি অভিযান চলছে।
১৯৬০-এর দশকে ভারতে মাওবাদী বিদ্রোহ শুরু হয়। এতে হাজার হাজার লোকের প্রাণহানি ঘটে। বিদ্রোহীরা বলছে, তারা স্বায়ত্বশাসনের জন্য লড়াই করে যাচ্ছে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে মাওবাদী বিদ্রোহীদের একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। বিদ্রোহীরা বলছে, তারা দরিদ্র উপজাতীয় গোষ্ঠীগুলোর জন্য জমি, চাকরি ও অন্যান্য অধিকারের দাবিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করছে।