ভারতে দাবদাহে মৃত প্রায় ২ হাজার, চিকিৎসকদের ছুটি বাতিল
প্রকাশিত হয়েছে : ৭:২৭:৫১,অপরাহ্ন ৩০ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: প্রায় সপ্তাহব্যাপী দাবদাহের পর অবশেষে ভারতে দাবদাহে মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে সরকারি হিসেব অনুযায়ী ১৮২৬।
গরমে তীক্র পানিশূন্যতায় ভুগে মৃত্যুর পথে এগোতে থাকা রোগীদের উপযুক্ত চিকিৎসা প্রদান না করার অভিযোগ উঠেছে, যদিও ভারতীয় হাসপাতালগুলো তা অস্বীকার করেছে।
হাসপাতালগুলো শুক্রবার ডক্তারদের ছুটি বাতিল করে হাসপাতালে নিয়োজিত করেছে।
সরকারি উদ্যোগে রাস্তাঘাটে নির্দিষ্ট বিরতি পরপর খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। আর্ত মানুষকে পানির জন্যে ছুটোছুটি করতে নিষেধ করে দেয়া হয়েছে।
দিল্লির গণস্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক চরণ সিং মনে করেন, দাবদাহের প্রভাব এড়াতে প্রধান কাজটি হলো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।
ভারতের উপদ্রুত অঞ্চলে গড় তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ দাবদাহ অন্তত আরও দু’দিন বজায় থাকতে পারে।
এর মূলপ্রবাহ কোন পথে ঘটবে সেটিরও আভাস দেয়া হয়েছে; তামিল নাড়ু থেকে হিমাচল প্রদেশ অব্দি।
এখনও পর্যন্ত তাপাহত হয়ে এবং পানিশূন্যতায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায়।
গত সপ্তাহের বৃহস্পতিবার একযোগে শতাধিক মানুষ মারা গেছে ঐ অঞ্চলগুলোয়। বৃহস্পতিবার তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেন্টিগ্রেড।