ভারতে তাপদাহে ৩ দিনে ২০০ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৯:৩২:৫২,অপরাহ্ন ২৩ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: প্রতিবেশী ভারতের অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যে গত তিন দিনে তীব্র তাপদাহে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবারই (২২ মে) মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। দুই রাজ্যের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা এখন ৪৭ ডিগ্রি সেলসিয়াসের মতো।
স্থানীয় আবহাওয়া অধিদফতর বলছে, তাপমাত্রা অতীতের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারে, আশঙ্কাজনক হারে বাড়তে পারে প্রাণহানি।