ভারতের ইন্টারন্যাশনাল প্রমোশনাল থিয়েটারে বাংলাদেশের ‘পোষ্টার’
প্রকাশিত হয়েছে : ৮:৫৩:১৭,অপরাহ্ন ০৯ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক::
জহির রায়হানের গল্প অবলম্বনে আসিফ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি পোস্টার’ আমন্ত্রিত হয়েছে ভারতের কোচির সোশ্যাল এন্ড কর্পোরেট রেসপন্সিবিলিটি ইন্টারন্যাশনাল প্রমোশনাল থিয়েটার ২০১৫ তে।
আগামী ২১শে ফেব্রুয়ারি কোচি আইএমএ থিয়েটারে দুপুর ১ টায় প্রদর্শিত হবে পোস্টার। এর আগে ছবিটি দিল্লির দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসব এবং কলকাতা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে স্পেশাল ফেস্টিভ্যাল মেনশন এবং চেন্নাই উইমেন্স ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্তিভ্যালে বেস্ট শর্ট ফিল্ম এর পুরস্কার লাভ করে।
এছাড়া গোয়া ও বেঙ্গালোরে অফিসিয়াল সিলেকশন লাভ করে ছবিটি।
বিদ্রোহী দীপনের চিত্রগ্রহনে ছবির সম্পাদনা করেছেন রাজেশ কাপুর।
ছবির পরিচালক আসিফ খান জানিয়েছেন, পোস্টার অন্যান্য ছবির সাথে প্রতিযোগিতা করবে এটা আমাদের ইউনিটের সবার জন্য খুবই আনন্দদায়ক, পুরস্কার নিয়ে আমরা ভাবছি না’।