ভারতীয় গোয়েন্দারা শিগগিরই আসছেন বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১:৩৫:৫৫,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বর্ধমান বিস্ফোরণে জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখতে ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনআইএ) একটি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশে আসছেন।
তিনি বলেন, তাদের আসার ব্যাপারে ভারত সরকার চিঠি দেয়ার পর বাংলাদেশ এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। সোমবার সচিবালয়ে তার নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে আসার জন্য অনুমতি চেয়ে চিঠি দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, রোববার হাই কমিশনার ফোন করেছিলেন। নীতিগতভাবে তাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। তাদের (ভারত) আইজিও আসছেন। যে যে জায়গায় সহযোগিতা চাইবেন, দেবো। পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি এখনও পায়নি বলেও জানান তিনি। এদিকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ও র্যাব ভাল কাজ করছে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকেও জঙ্গি সংগঠক রহমতুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রশাসন, গোয়েন্দা ও র্যাব ভাল কাজ করছে। ভারতকে সহযোগিতার প্রশে প্রতিমন্ত্রী বলেন, দৃশ্যমান এবং অদৃশ্য অনেক কিছু নিয়েই আমরা কাজ করছি। তাদের (ভারত) সঙ্গে সংগ্রহ যা আছে, তা আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা সহযোগিতা করতে পারবো।